রাজনৈতিক সমাবেশ বাতিল প্রশ্নের মুখে দেব

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পশ্চিমবঙ্গ। গত মাসের শেষের দিকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এখনো অনেক আসনের ভোটগ্রহণ বাকি। এদিকে সবকিছু উপেক্ষা করে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছিলেন টলিউড অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। অবশেষে সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করলেন দেব। এক টুইটে এই অভিনেতা লিখেছেন-‘আমার সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করেছি। আপনারা নিরাপদে থাকুন। যখন বাইরে বের হবেন অবশ্যই মাস্ক পরবেন। যদি রাজনৈতিক না হন তবে অযথা বাইরে বের হবেন না।’ ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। গত ২১ এপ্রিল দেশটি বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ নির্বিঘ্নে নির্বাচনি প্রচার চালিয়ে গেছেন তারকারা। এত পরে এসে রাজনৈতিক সমাবেশ বাতিলের ঘোষণার সঙ্গে অনেকে এক মত হতে পারেননি। বরং প্রশ্নের মুখে পড়েছেন দেব।

পূর্ববর্তী নিবন্ধ২১ দিন পর মুক্ত রিয়াজ
পরবর্তী নিবন্ধকোরিয়ান সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএস সদস্যরা