রাজনীতি করতে চান ইলিয়াস কাঞ্চন

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি তিনি। সমপ্রতি এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসা নিয়ে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, অবশ্যই আমি রাজনীতি করতে চাই। কারণ, আমি দেশের মানুষের জন্য যা করতে চাই, করতে পারছি না। এর জন্য একটাই জায়গা- ‘রাজনীতি’। এটা ছাড়া দেশের পরিবর্তন সম্ভব না। রাজনীতির অবশ্যই প্রয়োজন আছে। তবে কোন এলাকা থেকে করব সেটা এই মুহূর্তে আমি বলতে চাই না।
তিনি বলেন, মন্ত্রিত্ব দিলে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে দিতে হবে। বহু মন্ত্রী আছেন তারা কিন্তু পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারেন না। আমার ইচ্ছা হচ্ছে জনগণ আমার কাছে যেটা চায় সেই অভাব, সেই চাওয়া, তার প্রতিফলন যদি ঘটাতে পারি, তাহলে একটা কাজের দায়িত্ব নিতে পারি। তিনি আরও বলেন, একজন এমপি কি করতে পারে, কি করে এমপিরা, তার কি ক্ষমতা আছে। মানুষের আকাঙ্ক্ষাই যদি পূরণ না করতে পারি, তাহলে আমি এমপি হতে চাই না। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ আমাকে কি হিসেবে চায় সেটা আপনারা দেখেন না?

পূর্ববর্তী নিবন্ধএইচডিইউ থেকে কেবিনে আবু হেনা রনি
পরবর্তী নিবন্ধপ্রকাশ পেল ‘মহামায়া’