রাজধানী ছাড়ছেন ইউক্রেনের বাসিন্দারা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ১:৪১ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন অবস্থায় রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছেন ইউক্রেনের বাসিন্দারা।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্য মতে, পুতিনের সেনা অভিযান ঘোষণার কিছুক্ষণ পরেই কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার ৫টি বিমান এবং একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করেছে তারা।

এর আগে বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনাসদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।

তিনি বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। কোনো রক্তপাত হলে তার জন্য তারাই (ইউক্রেন) দায়ি হবে।

পূর্ববর্তী নিবন্ধআপনার সৈন্যদের থামান : পুতিনকে জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধঅফিসে যাওয়া হলো না তুষারের