রাজকুমারীর বিয়ে হচ্ছে তবে রূপকথার মতো নয়

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

রাজকুমারী হতে চায় এমন প্রত্যেক মেয়েরই সম্ভবত জাপানি রাজকুমারী মাকোর সঙ্গে একবার হলেও কথা বলা দরকার। রাজপ্রাসাদে বড় হয়েছেন, কিন্তু প্রেমে পড়েছেন সাধারণ ঘরের এক ছেলের। বাগদানের চার বছর পর অবশেষে বিয়েও করছেন, এজন্য ছাড়তে হচ্ছে রাজকীয় মর্যাদা, পদবী। রীতি অনুযায়ী পরিবার থেকে যে অর্থ দেওয়ার কথা, তা নিতেও নাকি তিনি রাজি নন বলে খবর বেরিয়েছে। খবর বিডিনিউজের।
জাপানের রাজপরিবারের বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্বে থাকা সংস্থা রাজকুমারী মাকোর বিয়ের তারিখ ঘোষণা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ঘোষণা অনুযায়ী, সম্রাট নারুহিতোর ২৯ বছর বয়সী ভাতিজি মাকো আগামী ২৬ অক্টোবর তার বাগদত্তা কিই কুমুরোকে বিয়ে করতে যাচ্ছেন। জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো মেয়ে যদি সাধারণ ঘরের কাউকে বিয়ে করেন, তাহলে তাকে পদবী ছাড়তে হয়। তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য এ ধরনের কোনো বিধান নেই। বিবিসি লিখেছে, কয়েক বছরের বিতর্কের পর অবশেষে রাজকুমারী মাকো তার একসময়ের সহপাঠী কুমুরোকে বিয়ে এবং রাজকীয় পদবী ত্যাগ করতে যাচ্ছেন। এই যুগল প্রথমে ২০১৮ সালেই বিয়ে সারার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে তা পিছিয়ে যায়। বিয়ের পর দুজনই যুক্তরাষ্ট্রে থাকা শুরু করবেন বলে অনুমান করা হচ্ছে। কুমুরো সেখানে আইন পেশায় কর্মরত। টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় ২০১২ সালে দুজনের পরিচয়, এর ৫ বছর পর হয় বাগদান।

পূর্ববর্তী নিবন্ধদোহা চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধআজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া ইরানের