আজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া ইরানের

আজাদী ডেস্ক | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে ইরান। তেহরান বলছে, প্রতিবেশী আজারবাইজান সীমান্তে ইসরায়েল এবং জঙ্গি গোষ্ঠী আইএসের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় মহড়ায় নেমেছে দেশটি। শুক্রবার দেশেটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ইরানের উত্তরপশ্চিমাঞ্চলের দিকে ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে মহড়া চালাচ্ছেন সেনারা।
ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে। তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘণিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। তেলআবিব আজারী সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের।

পূর্ববর্তী নিবন্ধরাজকুমারীর বিয়ে হচ্ছে তবে রূপকথার মতো নয়
পরবর্তী নিবন্ধএশিয়ায় মুকেশ আম্বানির পরেই আদানি!