দোহা চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে যুক্তরাষ্ট্র

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, দোহা চুক্তির অনেক বিষয় নিয়ে ভারতকে অন্ধকারে রেখেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন-ভারত কৌশলগত পার্টনারশিপ ফোরামে এ কথা বলেন জয়শংকর। এ সময় তিনি বলেন, আফগানিস্তানে সবাইকে নিয়ে সরকার গঠনের বিষয়টি অসম্ভব। খবর বাংলানিউজের। গতকাল শুক্রবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের। সেই উদ্বেগের বিষয়টি মার্কিন-ভারত আলোচনায় তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি কোয়াড গোষ্ঠী নিয়েও কথা বলেন তিনি। জয়শংকর জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির বিষয়ে একই চিন্তাধারা রয়েছে চারটি দেশের। পাশাপাশি এই চতুর্দেশীয় জোটকে চীনবিরোধী গোষ্ঠী হিসেবে দেখতে বারণ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে ভেসে আসে জুতা পরা কাটা পা!
পরবর্তী নিবন্ধরাজকুমারীর বিয়ে হচ্ছে তবে রূপকথার মতো নয়