রাঙ্গুনিয়া কলেজে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যে কোনো ধরনের রাজনৈতিক ও কিংবা অরাজনৈতিক মিছিলমিটিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিছিলমিটিং করতে হলে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেয়া বাধ্যতামূলক। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এই ব্যাপারে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীন বলেন, ইদানীং কলেজে মিছিল মিটিং এবং সভাসমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। অথচ এখন একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তাই কলেজের সুষ্ঠু শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে সবার সাথে আলোচনা করে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অনুমতি সাপেক্ষে করার কথা বলেছি আমরা। পরবর্তীতে এই ব্যাপারে করণীয় বিষয়ে আমরা নতুন করে সিদ্ধান্ত জানাবো।

পূর্ববর্তী নিবন্ধ৯ শিক্ষাবোর্ডে ৭ম চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার