রাঙ্গুনিয়ায় শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়ায় শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া অংশে শতাধিক গাছ কেটে নিয়েছে দুবৃর্ত্তরা। সড়কের গাছগুলো কেটে নেয়ায় সড়ক ও জনপথ বিভাগের বিভাগের তেমন কোনো নজরদারি নেই।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পাশে সড়ক ঘেঁষে বেশ কিছু মূল্যবান প্রজাতির গাছ কাটা হয়েছে। গাছের মধ্যে সেগুন, একাশি, বেলজিয়ামসহ কয়েকটি মূল্যবান প্রজাতির গাছ কাটা হয়েছে। ওই স্থানে অনেকগুলো গাছের গোড়া ও ডাল-পালা দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সৈয়দ মো. হাসেম বলেন, সড়কের পাশে আমাদের জায়গা রয়েছে। আমাদের জায়গায় ও সড়কের পাশে লাগানো মূল্যবান গাছগুলো কেটে নিয়ে গেছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটির উপ-বিভাগীয় প্রকৌশলী কায়সার ফারহান বলেন, সড়কের গাছ কাটার বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
তবে ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় কিছু লোক গাছগুলো নিজেদের দাবি করে কেটেছিল। বিষয়টি আমরা বনবিভাগকে জানালে তারা এসে গাছগুলো জব্দ করে। যারা গাছ কাটার সাথে যুক্ত ছিলো তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীর ৩০ পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধপর্যটকে মুখর খাগড়াছড়ি