রাঙ্গুনিয়ায় এক চেয়ারম্যান ও তিন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থী ও তিনজন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের বাতিল ঘোষণা করা হয়। বাতিল করা ইউপি চেয়ারম্যান প্রার্থী হলেন লালানগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান। ইউপি সদস্য প্রার্থীরা হলেন ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদ, পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহরম আলী ও লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ইকতিয়ার হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালানগরের প্রার্থী কাজী মো. মিজানুর রহমানের খেলাপী ঋণ ও নিজ এলাকায় ভোটার না হওয়ার কারণে তাঁর মনোনয়ন ফরম বাতিল হয়। এছাড়া ইউপি সদস্য প্রার্থী ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদের মনোনয়ন ফরমে ত্রুটি, পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহরম আলী ও লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ইকতিয়ার হোসেনের বয়স কম হওয়ার কারণে মনোনয়র ফরম বাতিল করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম বলেন, চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হলেন ২০ জন, সাধারণ সদস্য পদে ৪৬২ ও সংরক্ষিত পদে ১২৫ জন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার চেয়ারম্যান পদে ৫০ ও সদস্য পদে ২৮৪ জনের মনোনয়নপত্র বৈধ
পরবর্তী নিবন্ধহারে শুরু, হারে শেষ