রাঙ্গুনিয়ার বেতাগীতে কৃষক সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে বোরো চাষের বন্ধ স্কীম পুনঃ চালুকরণের উদ্বোধন উপলক্ষে এক কৃষক সমাবেশ ইউনিয়নের পালপাড়া গ্রামের দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর কুতুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও রাঙ্গুনিয়া সেচ প্রকল্পের সদস্য আবদুল মান্নান তালুকদার। ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হক চৌধুরী নেছারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, ইউপি সদস্য মো. আশরাফুল করিম, অসিৎ নন্দী, কৃষক মমতাজুল হক প্রমুখ। সভায় উত্তর বেতাগী ঢেমিরছড়া বিল ও রামমনি বিল সেচ প্রকল্প কমিটি গঠন করা হয়।

এতে সাইফুল হক চৌধুরী নেছারকে সভাপতি, মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক এবং সুদর্শন পালকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলম শাহ
পরবর্তী নিবন্ধকাল একুশে পদকপ্রাপ্ত রফিক আহামদের নাগরিক সংবর্ধনা