মোহাম্মদ আলম শাহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আলম শাহ (৭৬) গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ…..রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি পেশাগত জীবনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অসংখ্য কৃতী শিক্ষার্থী গড়ে তুলেছেন। এই শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং শিক্ষক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ শিক্ষক পরিষদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বেতাগীতে কৃষক সমাবেশ