রাঙামাটিতে মোটরসাইকেলসহ ৫ আন্তঃজেলা চোর গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

আন্তঃজেলা মোটরসাইকেল চোরের সন্ধান পেয়েছে রাঙামাটির পুলিশ। বিভিন্ন সময়ে মোটরসাইকেল চুরির অভিযোগে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে কোতোয়ালী থানা চত্বরে গ্রেফতার আসামি ও চোরাইকৃত মোটরসাইকেল প্রদর্শন করে থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলোমো. ওমর ফারুক (২৮), মো. আমির (৩৪), রীতিময় চাকমা (৩৯), মো. জুয়েল উদ্দিন ও মো. এরশাদ(৪০)। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম জানান, আমরা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে চোর চক্রের সদস্যদেরও গ্রেপ্তার করেছি। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। চোরাইকৃত মোটরসাইকেল চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধকবিয়াল রমেশ শীলের মৃত্যুবার্ষিকীতে মনজুর আলমের নানা কর্মসূচি
পরবর্তী নিবন্ধমহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচের পুনর্মিলনী ১৯ এপ্রিল