রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মাইকিং

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে। তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শহরের ৯ ওয়ার্ডে ২৯ এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকায় বসবাসকৃতদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ২০টি আশ্রয় কেন্দ্রের তালিকা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শনিবার বিকাল থেকে জেলা প্রশাসনের ৪টি টিম মাঠে কাজ করছে।

এদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের শিমুলতলী, রুপনগর, লোকনাথ আশ্রম, ভেদভেদি, মনোঘরসহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধইটনা-মিঠামইন সড়কের দায় আছে?
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পাহাড় ধসের শঙ্কা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন