রাঙামাটিতে একদিনে ৪০ জনের করোনা পজিটিভ

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সদরের পাশাপাশি প্রত্যন্ত উপজেলাগুলোতেও বেড়েছে করোনা রোগী। গতকাল শনিবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টিজেন পরীক্ষায় ১৪৮জন নমুনা পরীক্ষা করেছেন। এরমধ্যে ৪০ জনের পজিটিভ আসে। আক্রান্ত ৪০ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ২০ জন, কাপ্তাইয়ের ৮ জন, বাঘাইছড়ির ১ জন, কাউখালীর ৩ জন, বিলাইছড়ির ২ জন, নানিয়াচরের ৩ জন এবং রাজস্থলীর ৩ জন বাসিন্দা রয়েছেন। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২৭.০৩%। রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯শত ৩৫ জন, সুস্থ হয়েছেন ১ হাজার ৬শত ১৮ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ২০ জন। রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ১৩,৭৪৯ জন এরমধ্যে নেগিটিভ এসেছে ১১,৮১৪ জনের। রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, মানুষের অসতর্ক চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৩,৭২৬জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮,৮৮১ জন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় কর্মসূচি নেই সীমিত আকারে স্মরণ
পরবর্তী নিবন্ধ১০ লাখ টাকার ‘কালো মানিক’