রাঙামাটিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৭ পূর্বাহ্ণ

‘নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল হলো দেশ-মুজিব বর্ষে ই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। রাঙামাটিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক শাহ অলিউল্লাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, স্কোয়াড্রন লিডার মেহেরান আলি, রাঙামাটির সিনিয়র আইনজীবী এডভোকেট প্রতীম রায় পাম্পু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে ই-পাসপোর্ট বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি’র ওয়ান স্টপ সার্ভিস ডেস্কের উদ্বোধন
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ. লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করুন