এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান উপজেলাকে শান্তি ও সুন্দর একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি তিল তিল করে আমার মেধা-মননকে বিলিয়ে দিয়েছি। রাউজান এখন অসামপ্রদায়িক ও ধর্মীয় সহিষ্ণুতার এক অন্যতম উদাহরণ। আমি গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় থাকতে চেয়েছি।
গত বুধবার রাউজান থানাধীন উত্তর সুলতানপুর নন্দীপাড়া এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটি আয়োজিত শ্যামা পূজা উপলক্ষে সমপ্রীতি সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, রাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণ রাউজান পূজা কমিটির সাধারণ সম্পাদক মেলকম চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।











