রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে জিয়ার আমলে নির্বাসন দেয়া হয়

গণতন্ত্র হত্যা দিবসের সভায় মাহতাব

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহের নামে মুক্তিযোদ্ধার সেনা কর্মকর্তা ও সৈনিক হত্যাযজ্ঞ শুরু করেন স্বৈরশাসক জিয়াউর রহমান। এই মানুষটি বাংলাদেশের অনেক অনেক অঘটনের খলনায়ক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে নির্বাসন দিয়ে পাকিস্তানি ভাবধারায় দেশ শাসন করা হয়। তিনি গতকাল রবিবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এড. সুনীল কুমার সরকার, চট্টগ্রাম আ.লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জোবাইরা নার্গিস খান, মো. হোসেন, জালাল উদ্দিন ইকবাল, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, মো. জাবেদ, মোরশেদ আকতার, ফিরোজ আহমেদ, ছিদ্দিক আলম, রেজাউল করিম কায়সার, সৈয়দ মো. জাকারিয়া, আবছার উদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন আজাদ প্রমুখ।
চেতনা-৭১ চট্টগ্রাম ও মহানগর শাখা : চেতনা-৭১ চট্টগ্রাম ও মহানগর শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সেনা হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা গতকাল রবিবার বিকেলে নগরের খুলশীস্থ জাফর আহম্মদের বাসভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সদস্য সাবেক কাউন্সিলর হাসিনা জাফর। যুগ্ম আহবায়ক জেরিনা জেবিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সম্পাদিকা নুর নাহার শেলী, আজমা আক্তার, তাহমিনা খানম। আরো বক্তব্য রাখেন- রিজিয়া সুলতানা, তাহমিনা আক্তার, জুনায়ত সিদ্দিকি, মো. ফয়সাল আহমদ, মো. মোরশেদ আলম, আজিমউদ্দিন, মো হোসেন, মো. শাকিল, মো সাইফুদ্দিন প্রমুখ। সভায় শহীদ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাসহ নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান অসামপ্রদায়িক ও ধর্মীয় সহিষ্ণুতার অন্যতম উদাহরণ
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক অপশক্তি এদেশের সমপ্রীতি বিনষ্ট করতে পারবে না