সামপ্রদায়িক অপশক্তি এদেশের সমপ্রীতি বিনষ্ট করতে পারবে না

উদয়ন সংঘের ৫০ বছর পূর্তিতে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসামপ্রদায়িক বাংলাদেশ গঠনের। তিনি বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসামপ্রদায়িক দল বাংলাদেশ আওয়ামী লীগ করেছেন। এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সকলের দেশ। সামপ্রদায়িক কোন অপশক্তি এদেশের সমপ্রীতি বিনষ্ট করতে পারবেনা। এখানে সংখ্যালগু বলতে কিছু নেই। সবার সমান অধিকার নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার কাজ চালাচ্ছে। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। বিএনপির আমলে হিন্দু সমপ্রদায়ের মানুষ অবহেলিত ছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষ নিরাপদ।
গত শনিবার রাতে চক্রশালা উদয়ন সংঘ ও রাজমাতা ঠাকুরাণী দক্ষিণা কালী মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজার ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রকৌশলী সুমন সিংহের সভাপতিত্বে ও উৎপল সরকার রাজুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম। স্বাগত বক্তব্য রাখেন এড. অনুপম চক্রবর্তী। উপস্থিত ছিলেন দীপক কুমার দে, তাপস সিংহ, পাভেল বিশ্বাস, মহিলা ইউপি সদস্য সেলিনা আকতার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় মূলনীতিগুলোকে জিয়ার আমলে নির্বাসন দেয়া হয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২