জাতি গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

আইআইইউসিতে এমপি নদভী

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, নারীদেরকে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে সর্বাগ্রে পড়ালেখার কোনো বিকল্প নেই। গত শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ফিমেল জোনের উদ্যোগে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ড. আবু রেজা নদভী এমপিকে এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিমেল ক্যাম্পাসের নব নির্বাচিত চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে বরণ ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী। দাওয়াহ বিভাগের চেয়ারম্যান আ.ফ.ম নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম শওক, প্রফেসর ড. শাফী উদ্দীন মাদানী, ড. মুহাম্মদ আমিনুল হক, উম্মে সায়মা তাজকিয়া ও জাকিয়া বিনতে আলম হান্না প্রমুখ। অনুষ্ঠানে দাওয়াহ বিভাগের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মাদানী, প্রভাষক আব্দুর রহীম, ড. সাউদ বিন মুহাম্মদ, সালমা বিনতে শফিক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর জাসদের সিপাহী জনতার অভ্যুত্থান দিবসের সভা
পরবর্তী নিবন্ধরাউজান অসামপ্রদায়িক ও ধর্মীয় সহিষ্ণুতার অন্যতম উদাহরণ