রাউজান পৌরসভা এলাকায় দারুচ্ছালাম তাহফীজুল কোরআন মাদরাসা ও এতিমখানায় ইমন (১১) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
গতকাল শনিবার বিকেল ৫টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে একটি কীটনাশক ও স্প্রে করার বোতল জব্দ করে। নিহত ওই শিশু চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার আলিয়ার চুলা দিনমজুর মো. আবছারের ছেলে। মাদরাসার শিক্ষার্থীরা বলেন, সকাল ৭টায় খাবার খেয়ে সবাই মাদরাসা সংলগ্ন পরিত্যক্ত ওজুখানায় খেলতে যান। খেলতে খেলতে বড়ই খাওয়ার সময় সেখানে ছাত্রটি পড়ে গেলে মাদরাসার হুজুর তাকে হাসপাতালে নিয়ে যান। জানা যায়,
১৯৮৫ সালে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাচা মিয়ার দোকান এলাকায় মাদরাসাটি প্রতিষ্ঠা করেন মরহুম আবদুল হক। বর্তমানে তার ছেলেরাই পরিচালনা করেন। মাহমুদুল হক নামে এক শিক্ষকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। নিহত শিশু ইমন ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। মাদরাসা পরিচালক আজিজুল হক মুঠোফোনে বলেন, সকালে মুখে লালা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে তাকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সে বিষপান করে বলে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করে। চমেকে নেওয়ার ২০ মিনিট পর সে মারা যায়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে কীটনাশক ও স্প্রে বোতল জব্দ করেছি। লাশ ময়নাতদন্তের পর ঘটনা যানা যাবে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।