রাউজানে ডাবুয়া ইউনিয়নের হযরত এয়াছিন শাহ (রা.) কলোনিতে দুই পক্ষের সংঘর্ষে ৭ নারী-পুরুষ আহত হয়েছেন। একটি বাসায় উচ্চস্বরে সাউন্ডবঙ বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন লাঠি, রড, দা, বটি ব্যবহার করে। গতকাল শুক্রবার বাদে জুমা এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নাছির উদ্দিনের মালিকানাধীন কলোনীতে ২০টি ভাড়া ঘর রয়েছে। এখানে পরিবার নিয়ে থাকে স্থানীয় ও দেশের বিভিন্নস্থানের শ্রমজীবী মানুষ। কলোনির বাসিন্দা সাকিব ও তার বোন জামাই রহমত বিকট শব্দে সাউন্ড বক্সে গান বাজালে অপর ভাড়াটিয়া ফরহাদসহ অন্যরা আপত্তি জানায়। এতে ক্ষিপ্ত হয় সাকিব ও রহমত। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে সাকিব, ফরহাদ, নায়মা, রবিউল, আসিফ, আইজান, জিশান আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ মামলা করলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।