শেখ হাসিনার উপহারের আম পেয়ে অভিভূত মোদী

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আম উপহার পেয়ে অভিভূত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে সেই খুশির কথা জানিয়েছেন প্রতিবেশী দেশটির এই সরকার প্রধান। চিঠিতে তিনি লেখেন, বাংলাদেশ থেকে আম পাঠােেনার সৌজন্যে আমি অভিভূত। এটা আমাদের সাম্প্রতিক ঢাকা সফরের অকৃপণ আতিথেয়তার সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়েছে। খবর বিডিনিউজের।
ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসাবে ৪ জুলাই দুই হাজার ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। উপহার পাওয়ার পরদিন পাঠানো চিঠিতে করোনাভাইরাস মহামারীর মধ্যেও দু’দেশের পারস্পরিক সহযোগিতার কথা স্মরণ করেন মোদী।
চিঠিতে তিনি লেখেন, কোভিড-১৯ মহামারীর ধাক্কার মধ্যেও আমাদের দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক বিকশিত হচ্ছে। মহামারীর বাধার পরও পরবর্তী আলোচনা ও উদ্যোগ সচল থাকায় আমি খুশি। সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে মোদী লিখেছেন, পরস্পরের জন্য মঙ্গলজনক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে আমি আমাদের সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি নিয়ে অনিয়ম সহ্য করা হবে না’
পরবর্তী নিবন্ধরাউজানে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষ, আহত ৭