রাউজানে শিক্ষার্থী অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:২০ অপরাহ্ণ

রাউজান সদর ইউনিয়নের দলিলাবাদ এলাকার এক শিক্ষার্থীকে অপহরণ মামলার প্রধান আসামি মোহাম্মদ সাইমন ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার জয়পুর জেলার আক্কেলপুর রেলস্টেশনের পাশের জনৈক রফিকুল মাস্টারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সাথে পুলিশ তার সাথে থাকা অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করেছে। সাইমন দলিলাবাদ এলাকার সৈয়দুল আনোয়ারের পুত্র। অপহৃতা শিক্ষার্থী পার্শ্ববর্তী ইউনিয়ন কদলপুরের জনৈক প্রবাসীর কন্যা। থানা পুলিশ জানায়, বুধবার তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের অবস্থান নিশ্চিত হওয়া পর অভিযুক্ত সাইমনকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর অপহৃত শিক্ষার্থীর মা তার পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে সাইমনসহ তার মা, বাবা ও এক ভাইয়ের নামে রাউজান থানায় মামলা করেছিলেন। পুলিশ মামলার তদন্তে নেমে সাইমনকে না পেয়ে ইতিপূর্বে একে একে গ্রেপ্তার করে তার পরিবারের সদস্যদের।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, অপহরণ মামলার প্রধান আসামি সাইমনকে বুধবার জয়পুর জেলার আক্কেলপুর রেলস্টেশনের কাছে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসা ছিল জনৈক রফিকুল মাস্টারের। একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমকে। গতকাল বৃহস্পতিবার সাইমুন ও ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের পরীক্ষার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা : স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি যানজট