রাউজানে বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

নিজের দেয়া প্রতিশ্রুতি অনুসারে রাউজান উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামরাঙামাটি চার লেন মহাসড়কের পাশে সর্তারঘাটে বিহারের নির্মাণ কাজের ভিত্তি ফলদ উন্মোচন করেন তিনি। এসময় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাউজানে মুসলিমদের জন্য কেন্দ্রীয় মডেল মসজিদ, হিন্দুদের জন্য কেন্দ্রীয় মন্দির রয়েছে। বৌদ্ধদের জন্য কেন্দ্রীয় বিহার নির্মাণের মাধ্যমে অপূর্ণতা পূরণ করা হয়েছে। অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন অধ্যক্ষ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো। সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জ্ঞাননন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগরিব, দুস্থ ও অসহায়দের পাশে সাবেক মেয়র মনজুর আলম
পরবর্তী নিবন্ধমুসলিম আইনে নারীর ভরণ-পোষণ