রাউজানে বন্যার পানিতে নিখোঁজ চিকিৎসকের মরদেহ ৪১ ঘন্টা পর উদ্ধার

রাউজান প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ৩:৩৬ অপরাহ্ণ

রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়ার বাসিন্দা চিকিৎসক মো. এয়াকুব(৬০)-এর মরদেহ ৪১ ঘন্টা পর বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বন্যার পানিতে বাড়ির পেছনের বিলে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে গত ২০ জুন সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন।

এই ঘটনার পর থেকে এই চিকিৎসকের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা তার সন্ধান পেতে খাল-বিলে ব্যাপক তল্লাশি চালায়।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিলে ও খালের পানিতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবরি দল।

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল্লাহ আল হারুনের উপস্থিতিতে সারাদিন সম্ভাব্য সকল এলাকায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিকাল পাঁচটায় চলে যায়।

এদিকে, আজ বুধবার(২২ জুন) সকাল ৮টার দিকে নিখোঁজ চিকিৎসকের বাড়ির প্রায় পাঁচশ’ ফুট দূরের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখে চিৎকার করে উঠেন পাড়ার এক নারী।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ চিকিৎসক মো. এয়াকুবের মরদেহ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, “মরদেহের সুরতহাল তৈরি শেষে রাউজান থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃত চিকিৎসকের নামাজের জানাযার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধএ বছরই কর্ণফুলী টানেল উদ্বোধন : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খালে ধরা পড়ল বিরল প্রজাতির সাকার ফিশ