রাউজানে দুই অভিযানে সাত যুবক গ্রেপ্তার

দুইটি বন্দুক, দুইটি টিপ ছুরি, কিরিচ ও চাপাতি উদ্ধার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশের পৃথক দুই অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত যুবক গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার রাতে নোয়াপাড়া ও পাহাড়তলী চুয়েট গেইট সংলগ্ন কাপ্তাই সড়ক থেকে তারা গ্রেপ্তার হয়। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাউজান থানার এসআই অজয় দেব শীল বলেছেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডাকাতির প্রস্তুতিকালে নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহজানের চৌদ্দ কলোনি থেকে চার যুবক গ্রেপ্তার হয়। তারা হল মো. শেখ রাফাত (৩০), মেহেদী হাসান মুরাদ (২২), মো. হাসান মুরাদ ও মো. ইমরান (২৫)। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, কয়েকটি কার্তুজ, দুটি টিপ ছুরি, কিরিচ, চাপাতি সদৃশ লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়। চট্টগ্রামকাপ্তাই সড়কের পাহাড়তলী চুয়েট গেইট এলাকায় অপর অভিযানে সিএনজি টেক্সি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হল হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার নুর খলিফা বাড়ির আশারাফ আলীর ছেলে আবদুর রহিম বাদল (২৭), একই এলাকার প্রয়াত শফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (২২) ও প্রয়াত খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল (২৬)। এসময় তাদের বহনকারী সিএনজি টেক্সিটি (চট্টগ্রাম১১৯৪২৭) জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ে কর্মশালা