হাটহাজারীতে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ে কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে স্মাট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মশালায় অন লাইনে যুক্ত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি আবদুল মালেক।

চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম যুক্ত করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার, প্রধান শিক্ষক আতিউর রহমার, উদ্যোক্তা আতিক উল্লাহ ও একজন শিক্ষার্থী।

স্মাট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড বিষয়ক কর্মশালায় হাটহাজারীর বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে দশটি ভাগে বিভক্ত করে মতামত গ্রহন করা হয়। বিভাগ গুলো হল যথাক্রমে শাপলা, রজনীগন্ধা গোলাপ,,জবা, চামেলি, শিউলি, চম্পা, মালতী, বকুল। এইসব বিভাগের পক্ষে সঞ্চালক অতিরিক্ত জেলা প্রশাসক সাথে অন লাইন যুক্ত হয়ে মতামত তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রতম মান্না, শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, ইউ পি সচিব আবু তৈয়বও একজন শিক্ষার্থী প্রমুখ। প্রত্যেকে নিজ নিজ দলের স্মার্ট বেস্ট আইডিয়া অন লাইন তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুই অভিযানে সাত যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৫শ চালক ও নৈশ প্রহরীকে খাদ্য সামগ্রী দিলেন এমপি দিদার