রাউজানে চোরাই সিএনজি ও বাইকসহ গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:৩৫ পূর্বাহ্ণ

রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ এলাকা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ দল দুটি মোটরসাইকেল ও দুটি সিএনজিসহ নাজিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে।

নাজিম উদ্দিন দরগাহ এলাকার আবদুস সালামের পুত্র। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, রাত তিনটার দিকে দরগাহ এলাকায় চোর চক্রের সদস্যরা গাড়িগুলো নিয়ে অবস্থান করছিল। গভীর রাতে তাদের অবস্থানের কথা জেনে তিনি পুলিশকে খবর দিয়ে চোর চক্রের সদস্যদের ধরতে যান।

চোরের সাথে ধস্তাধস্তিতে তার সার্ট ছিঁড়ে অন্যরা পালিয়ে গেলেও নাজিম উদ্দিন নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশ দল ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও দুটি সিএনজি ক্যাম্পে নিয়ে যায়। নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জয়নাল বলেন, বৃহস্পতিবার রাতের অভিযানে একটি মোটরসাইকেলসহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আনা হয়েছে। ওই ব্যক্তি মোটরসাইকেলটি নিজের বলে দাবি করায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাবেন বলে তিনি ফোন রেখে দেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধীরা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানিয়ে অযৌক্তিক প্রচারণা চালাচ্ছে
পরবর্তী নিবন্ধসুদের টাকা ফেরত দিতে না পারায় ছুরিকাঘাত