রাউজানে আগুনে পুড়েছে দুইটি কারখানা

রাউজান প্রতিনিধি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

রাউজানে পৌরসদরের একটি স্টিলের ফার্নিচার ও লাকড়ি তৈরির কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোরে জলিল নগর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, বাদল মজুমদারের মালিকানাধীন একটি লাকড়ি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এই আগুন ছড়িয়ে পড়ে পাশের মোহাম্মদ শফির মালিকানাধীন মোহাম্মদীয়া স্টিল নামে আসবাবপত্র তৈরির কারখানায়। এই ঘটনায় নগদ টাকাসহ দোকানের সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এই ঘটনায় দুটি কারখানার প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, জলিল নগরে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনাটি বড় ছিল। আশপাশে পানির উৎস না থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য প্রতিষ্ঠান রক্ষা করা হয়। তিনি বলেন, ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো সদারঙ্গের রজতজয়ন্তীতে উচ্চাঙ্গ সংগীত সম্মেলন
পরবর্তী নিবন্ধনারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করে যাচ্ছে