রাউজানের বিনাজুরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করে রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মানুষ এখন ঘর থেকে বের হয়ে চিকিৎসা সেবা পাচ্ছে। আগের মত মানুষকে চিকিৎসার জন্য এখানে সেখানে ছুটাছুটি করতে হচ্ছে না। এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বিনাজুরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করা হয় গত শনিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খোকন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, এসি ল্যান্ড অতীশ দর্শী চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কামরুল হাসান বাহদুর, এডভোকেট দিপক দত্ত, চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল, আবু সৈয়দ আলমগীর, সারজু মোহাম্মদ নাছির, রবিন্দ্র লাল চৌধুরী,কামরুল হাসান বাচ্চু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।