রহস্যের গন্ধ

সোমা মুৎসুদ্দী | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

কোনো আইডিই আর জমকালো হয় না

রমণীর ক্যানভাস ছাড়া

যেমন জমে না সাহিত্য পাড়া লুণ্ঠিত স্বর্গে

হরিপদের সংগ্রামী জীবনের কবিতা

মুখ থুবড়ে পড়ে থাকে বাতিল করা

পাণ্ডুলিপির দলে।

সৌদামিনীর মুখে সেই ভয় ও রহস্যের গন্ধ

সৌদামিনীই তবে সৌমেন রায়ের ছায়া!

হয়তো জীবনের কাছে হেরে গিয়ে

রাষ্ট্রের কাছে হেরে গিয়ে

প্রকাশক পাড়ায় হেরে গিয়ে

সৌমেন রায় আজ সৌদামিনী চট্টোপাধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল
পরবর্তী নিবন্ধপ্রতারণার ছেঁড়া পাতা