রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানস চেতনার বাতিঘর

বোয়ালখালীতে অংকুর খেলাঘরের অনুষ্ঠানে এমপি নোমান

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা অংকুর খেলাঘর আসরের উদ্যোগে রবীন্দ্রনজরুল জয়ন্তী ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৩টায় পশ্চিম শাকপুরা প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর খেলাঘরের সভাপতি নন্দন চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পুলক চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোমান আল মাহমুদ এমপি। প্রধান অতিথি নোমান আল মাহমুদ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানস চেতনার বাতিঘর। তাঁর অমর সাহিত্যকর্ম শুধু বাঙালির মানস চেতনায় নয়, বিশ্ব সাহিত্যে অমূল্য সম্পদ হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙলা সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি আমাদের প্রতিদিনের সূর্যের মতো সাহিত্য ও সাংস্কৃতিক জীবনে আলো ছড়াচ্ছেন। অন্যদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বাংলাদেশের প্রকৃতি মানুষের অকৃত্রিম ভালোবাসাশ্রদ্ধায় আকৃষ্ট হয়েছিলেন। এখানকার অনুপম নিসর্গ থেকে আহরণ করেছেন গান কবিতার অনাবিল উপাদান।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, আবদুর রহমান কচি, প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী, তপন চক্রবর্তী, এম রুস্তম আলী,জনাদ্দন চৌধুরী রঘু, মোহাম্মদ আলী, শুভ্রা চক্রবর্তী, নাসিরুল হক আচ্ছা, বাবলা চৌধুরী, মোহাম্মদ ইয়াসির, মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মানা ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম ৮ আসনের সদস্য নোমান আল মাহমুদ এমপি।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোর ও শ্রমজীবীদের নিয়ে সূর্য সাথীর খাবারের আয়োজন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাংয়ের নতুন সেবাবর্ষের কার্যক্রম উদ্বোধন