রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন করা হোক

বর্ণমালার হাটের আলোচনায় বক্তারা

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাটের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, রবীন্দ্রনাথের গান-কবিতায় জাতীয় জাগরণ ও স্বাধিকারের বীজ রোপিত হয়। দেশের মানুষের মাঝে রবীন্দ্র চেতনাকে প্রবাহমান রাখতে জাতীয়ভাবে দিনটি উদযাপন করা উচিৎ।

সংগঠনের সভাপতি সঞ্জয় আচার্য্যের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় ভট্টাচার্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলাউদ্দিন খোকন, জাবেদ আহমেদ, রিংকু দত্ত, ধর্ম্মেন্দু কর, তাজুল ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অস্মিতা আচার্য্য, তৃষা আচার্য্য, চন্দ্রিমা রায় চৌধুরী, প্রজ্ঞা রায় চৌধুরী, অর্ণব দত্ত, আকশিতা কর হৃদি, বীরেশ্বর আচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লাব অব চিটাগাং কলেজিয়েটস ৮৬’র আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে গৃহহীন দম্পতিকে পুলিশের নতুন ঘর উপহার