রবি ঠাকুর

কেশব জিপসী | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

দেয়াল জুড়ে, বইয়ের পাতায়
নিত্য তোমায় দেখি,
তোমার সাথে দেখা হলে
লাগবে ভাল সে কি!

বীর পুরুষ তো ঠিক পড়েছি
ছোট নদী জানা,
করব জোগাড় রতন,ফটিক
মিনির সে ঠিকানা।

কিন্তু তুমি থাকলে সাথে
কী যে ভালো হতো,
বলাইকেও চিনতে পেতাম
দেখে নিতাম কতো!

তোমায় আমি কাছে পেলে
দারুণ মজা হবে!
সারাটা দিন গান কবিতা
শুনিয়ে কাছে রবে।

পূর্ববর্তী নিবন্ধমেলছে সুখের ডানা
পরবর্তী নিবন্ধগীতাঞ্জলির কবি