রণজিৎ রক্ষিতকে বোধনের স্মরণ

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

‘হেমন্তের ধূসর দিনে স্মৃতির পাণ্ডুলিপি’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয় আবৃত্তিশিল্পী রনজিৎ রক্ষিত প্রয়াণে বার্ষিকীতে স্মরণানুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন, শিমুল নন্দী। মাইনুল আজম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, পারভেজ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ড. কুন্তল বড়ুয়া ও বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ। আবৃত্তির মাধ্যমে স্মরণ করেন ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, অনির্বাণ চৌধুরী। অনুষ্ঠানে আরো অংশ নেন, সহধর্মিণী দীপ্তি রক্ষিত, অজিত কুমার রক্ষিত, মুক্তি সিনহা, আঁখি নন্দী, রাঁখি রায় চৌধুরী, শর্মিষ্ঠা সেন সিকি, দীপাঞ্জন রক্ষিত, দীপান্বিতা রক্ষিত, রূপশ্রী চৌধুরী, দেবাশীষ সিনহা, বিপ্লব নন্দী। আবৃত্তি পরিবেশন করেন সায়রা শাহীদ ও পিউ সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ওয়ার্ড আ.লীগ নেতা কারাগারে
পরবর্তী নিবন্ধ‘অপহরণ ঘটনার কিছু তথ্য দিয়েছেন গোলাম সরওয়ার’