রচিত হয়েছে বিরল ইতিহাস

সুলতানা নুরজাহান রোজী | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

রচিত হয়েছে আরো একটি ইতিহাস। বাংলার মানচিত্রে স্বপ্ন আঁকা তুলির আঁচড়ে বাস্তবায়ন স্বপ্নের পদ্মা সেতু। ময়ূরের পেখমের উল্লাসে যমুনার জল বিজয় বিছানায় খুশিতে দিশেহারা। পদ্মার ঢেউ খেলে মন মাঝিরা বৈঠা টানে ভাটিয়ালি গানে বাজায় আনন্দে বেহালা। ইলিশের কান পেট অবিকল রঙধনু রঙে রাঙা চিকচিক করছে। পদ্মার ধূলিকণা জলের বুকের মাঝখানে পদ্ম ফুলটি রাঙিয়ে উঠেছে সূর্যটাও। আজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে হৈ হৈ রৈ রৈ চারিদিকে সুখে বাজনা উঠছে নেচে। এটা এক দুর্লভ পাণ্ডুলিপি। কাব্য প্রিয় দেশনেত্রী তোমাকে কাবু করতে পারে নি নিকষ কালো প্রেতাত্মাদের পিছু টান। অকুতোভয়ে এগিয়ে গিয়েছো দুর্বার গতিতে। অর্জনে ছিল একপ্রাণ অজেয় বাংলা অবাক জনতা বলছে সাবাস প্রিয় নেত্রী সাবাস। মর্যদায় আর সম্মানে রচিত হয়েছে আরো একটি বিরল ইতিহাস, পদ্মার জলে আঁকা লাল সবুজের পাহাড়। বাতাসে দুলছে আনন্দ উচ্ছ্বাসে লক্ষ প্রাণ পদ্মার যৌবনা ঢল করছে ছলছল। চারিদিকে সুখের বাজনা উঠছে কেঁপে পদ্মার বুকে সোনার বাংলার বিজয়ী জলের কাব্য মহাপ্রাণ!

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক-শিক্ষকই, সর্বকালের শ্রদ্ধেয়
পরবর্তী নিবন্ধদলিল রেজিস্ট্রি প্রসঙ্গে