ফাগুন এলে কোকিল ডাকে
আগুন ঝরা দিনে
আমার ভাইয়ের রক্ত দিয়ে
বর্ণমালা কিনে।
চাইছিল ঠিক কেড়ে নিতে
মায়ের মুখের বুলি
তাইতো ওরা রাজপথেতে
চালিয়ে ছিল গুলি।
সাজিয়ে রাখি স্মৃতির মিনার
দিই যে ফুলের অর্ঘ্য
মায়ের মুখের বর্ণমালায়
পাই যে সুখের স্বর্গ।
কাব্য গীতির সুরের বাণী
আকুল করে মন
মায়ের ভাষা স্বর্গ সুধা
সুখের গড়া জীবন।