রক্তবীজ

হাসান মসফিক | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

পৃথক সাপ খোক্ষস খেয়ে ফেলছে আমাদের সব। আস্ত নেই কিছু আর। মোমবাতি নিভে যাচ্ছে, ফুরিয়ে আসছে তেলের সংস্কার। অনতিবিলম্বে ধরা পড়ে যাচ্ছে আমাদের কূটকৌশল সব চালাকি। ঋণের দেমাগ বড় হচ্ছে অহেতুক। দু’টি জবাফুলের বিনিময় কি হতে পারে আজ? দু’লাইন রোদের পাঁচালি কি হতে পারে আজ? গিরিজা দেবির ঠুমরির দিকে কি তাকাব একবার? খাঁ ছাহবের মর্মরতার কাছে কি ফিরব! অন্তত একটি ভৈরবি এসে দাঁড়াক আমাদের তো নেই কিছু শূন্য ছাড়া।

একটি সহীহ রূহনমিত কোষাগার কি হতে পারে না

পূর্ববর্তী নিবন্ধবন্ধুত্ব
পরবর্তী নিবন্ধস্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্পে পূর্ণদৈর্ঘ্য সময়