রক্তধূলো মেখে

দিপংকর দাশ | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

এই যে আকাশ দেখছো রঙিন
রংধনুরা নাচে
বইছে বাতাস ঝিরিঝিরি
গাইছে পাখি গাছে।

এই যে সবুজ মাঠের বুকে
ধানের ছড়াছড়ি
ফুলের বুকে মৌমাছিদের
সুখের গড়াগড়ি।

এই যে নদীর বয়ে চলা
গ্রামের স্নিগ্ধ বুকে
অ আ ক খ শিখছে খুকু
মায়ের কোলে সুখে।

সবই এলো রাজপথের ওই
রক্তধূলো মেখে
ফেব্রুয়ারি বারংবারই
যায় দিয়ে তা এঁকে।

পূর্ববর্তী নিবন্ধভাষার টানে
পরবর্তী নিবন্ধঅমর একুশ