যে ব্যাখ্যা দিলেন সিডিএ চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

এ মুহূর্তে সিটি কর্পোরেশনকে মেগা প্রকল্পের ফান্ড থেকে ১শ কোটি দেয়ার সুযোগ নেই বলে জানালেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। তিনি বলেন, প্রকল্পটি যখন নেয়া হয় তখন আমি ছিলাম না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম প্রকল্পটি ভৌত অবকাঠামো কাজ বাস্তবায়নের কথা ছিল সিডিএর। খাল-নালাগুলো পরিষ্কারের কথা ছিল সিটি কর্পোরেশনের। এ জন্য ১শ কোটি টাকা দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সেনাবাহিনীকে ভৌত-অবকাঠামো কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। তারা কাজও করবে, পরিষ্কারও করবে। তিনি বলেন, চট্টগ্রামের খাল-নালা ও ড্রেনের মালিক হচ্ছে সিটি কর্পোরেশন। সিডিএ কিছু কাজ করে দিচ্ছে। যেমন খাল সমপ্রসারণ ও রিটেইনিং ওয়াল, পুরনো কিছু ড্রেন আছে সেগুলোও নতুন করে দিচ্ছে। আমরা কাজ করে সিটি কর্পোরেশকে হস্তান্তর করে দেব। সিটি কর্পোরেশন সেগুলোর মেইনটেন্যান্স করবে। পুরনো যেগুলো আছে সেগুলো মেইনটেনেন্স করতে সিটি কর্পোরেশনের তেমন সমস্যা হবে না। দীর্ঘদিন আমি কাউন্সিলর ও এক বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি জানি সিটি কর্পোরেশন কীভাবে কাজ করে। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালীন মার্চ মাসে খাল পরিষ্কারের টেন্ডার দিয়ে দিতো। এপ্রিল মাসে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যেত।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়ছে ভোজ্যতেলের দাম
পরবর্তী নিবন্ধখাল রক্ষণাবেক্ষণে ১শ কোটি টাকা প্রয়োজন : মেয়র