যেখানে তুমি

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এই বাংলা পুরোটাই একটি শহীদ মিনার!

যেখানে তুমি নাক রাখবে, সেখানেই পাবে

শহীদের শুকনো রক্তের গন্ধ!

যেখানে তুমি হাত রাখবে, সেখানেই পাবে

মুক্তিকামী মানুষের বিদ্রোহের দাবানল।

যেখানে তুমি কান রাখবে, সেখানেই পাবে

ধর্ষিতার বিচার বিহীন গুমোট কান্নার আর্ত চিৎকার!

যেখানে তুমি বুক রাখবে, সেখানেই পাবে

শহীদ জননীর চোখের জলের সামুদ্রিক জলোচ্ছ্বাস!

যেখানে তুমি নীতিহীনতা রাখবে,

সেখানেই পাবে

যৌবনে বেড়ে উঠা অন্যায়ের বিপক্ষে আগুন স্ফূলিঙ্গ!

এই বাংলা পুরোটাই একটা শহীদ মিনার

যেখানেই তুমি ফুল রাখবে, সেখানেই পাবে

শ্রদ্ধায় নত হয়ে আসা অবনত মস্তক!

পূর্ববর্তী নিবন্ধছড়া সম্রাট
পরবর্তী নিবন্ধআমার সারাবেলা