যেকোন উপায়ে মশা নিয়ন্ত্রণ করতে হবে

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামে অন্য সময়ের চেয়ে এবার মশার উপদ্রব খুব বেড়েছে। এতটাই বেড়েছে যে, দিনেও মশার হাত থেকে রেহাই নেই। এমনকি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই বাসার দরজা-জানালা সব বন্ধ করে বদ্ধভাবে থাকতে হয়। হঠাৎ মশার এমন উৎপাতের কারণ হিসেবে নগরীর বিভিন্ন স্থানের অব্যবস্থাপনাযুক্ত ও অপরিকল্পিত ড্রেন, বদ্ধ নর্দমা, পচা ডুবাসহ মানুষের অসচেতনামূলক নানা কার্যক্রমকে দায়ী করা যেতে পারে। সাথে সিটি কর্পোরেশনের অবহেলা তো আছেই। দুঃখজনক ব্যাপার হলো- মশার এমন উপদ্রব বাড়লেও এবারও মশকনিধনে সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। অথচ এ জন্য বাজেট রয়েছে। রয়েছে দায়িত্বপ্রাপ্ত লোক। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই মশা নিয়ে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মশাবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও। যেমনঃ ডেঙ্গু, চিকনগুনিয়াসহ বিভিন্ন মরণঘাতী রোগের জীবাণু মশা বহন করে থাকে। তাই মশক নিধনে কীটনাশক প্রয়োগসহ অতিসত্বর প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এডিস মশা ও কিউলেঙ মশার সংখ্যা যাতে বৃদ্ধি না পায় এ লক্ষ্যে সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও একান্ত জরুরি।

হাবিব উল্লাহ রিফাত
শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধহাছন রাজা : গীতিকার ও মরমী কবি
পরবর্তী নিবন্ধআসুন, সুন্দর সমাজ গড়ি