দক্ষিণজেলা যুব মহিলালীগের উদ্যোগে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সভায় চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। দিলরুবা চৌধুরী শিরিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দিপু সেন, নিলুফার জাহান, অ্যাডভোকেট শারমিন ইয়াছমিন নিশু, জগদা চৌধুরী সুপ্রিয়া, কামরুন নাহার, আয়েশা সিদ্দিকা রুমি, কামরুন নাহার, শারমিন নাহার রুহী, মহিলা কমিশনার শাহানাজ পারভীন নিলু, কাউন্সিলর রুনা দে, মোতাহারা বেগম, রোকসানা আক্তার, উম্মে নূরী রহিমা, সাইফুল আরা খানম, ফাতেমা বেগম, রুবি, শামসুর জাহান, বোরহান বেগম, রাশেদ, দেবী রুদ্র প্রমুখ।
উত্তর জেলা যুব মহিলা লীগ : বাংলাদেশ যুব মহিলা লীগ উত্তর জেলার উদ্যোগে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেছেন,তৃণমূলে সংগঠনকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সংগঠনের উত্তর জেলার সভাপতি রওশন আরা রত্নার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জুবাইদা সরওয়ার চৌধুরী নিপার সঞ্চালনায় দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন তালুকদার, উপদপ্তর সম্পাদক আ স ম ইয়াসিন মাহমুদ, প্রাণী বিষয়ক সম্পাদক রিয়াজ মোহাম্মদ, অ্যাডভোকেট নাসরিন সুলতানা, অ্যাড. বৃষ্টি কবির, পারভিন আক্তার,ফারজানা ফারিয়া, বিবি কুলসুম চম্পা, অ্যাডভোকেট রাহিলা চৌধুরী রেখা, মিনা পারভিন হোসেন,অ্যাড খাইরুন্নেসা, অ্যাড. ফাতেমা নার্গিস হেলেনা, শামীমা আক্তার সুমাইয়াতুর নুর বৃষ্টি, দীপ্তি রায়, ইয়ামিন আক্তার শিল্পী,রানী ঘোষ, শিল্পী বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।