‘যুব বিদ্রোহ মুক্তিকামী মানুষের প্রেরণা’

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ঐতিহাসিক যুব বিদ্রোহ দিবসে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পামাল্য অর্পণকালে বক্তারা বলেছেন, যুব বিদ্রোহ দিবস মুক্তিকামী মানুষকে প্রেরণা জোগায়। গতকাল রবিবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেএমসেন হল প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে মাস্টার দা সূর্যসেনের আবক্ষমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : যুব বিদ্রোহ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে করোনার মহামারীর সমস্ত বিধিনিষেধ মেনে আন্দরকিল্লাস্থ জেএমসেন হল প্রাঙ্গণে বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পামাল্য প্রদান করা হয়। পুষ্পমাল্য প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, প্রদীপ নন্দী, বিশাখা দাস, শ্রীকান্ত বিশ্বাস, সজল শিকদার সহ অন্যান্যরা।
বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন : যুব বিদ্রোহ দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের উদ্যোগে জেএমসেন হল প্রাঙ্গণে মাস্টার দা সূর্যসেনের আবক্ষমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের চট্টগ্রাম জেলার নেতা অপুদাশ গুপ্ত, সত্যজিৎ বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম নগরের ছাত্রনেতা এ্যানি চৌধুরী, ইনজাম শ্রীকান্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী ফউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচুনতিতে আশ্রয়ণ গুচ্ছগ্রামে আগুনে পুড়েছে ১০ বসতঘর