যুদ্ধ মুছে

দীপান্বিতা চৌধুরী | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পায়ের তলায় কাঁপছে মাটি

বাতাস ছুঁয়ে বারুদ,

মুমূর্ষু বাপ ধুঁকছে, ছেলের

একটুও নেই দুধ।

চাল বাড়ন্ত, সবজি উধাও

দ্বন্দ্ব পথের বাঁকে

পুড়ছে বাড়ি, মানবতাও

লজ্জাতে মুখ ঢাকে।

খাবার এলো, খাবার এলো

খাবার না কি গুলি?

রক্তে আঁকা সেদিন গুলো

কেমন করে ভুলি?

খুব প্রয়োজন? এমন কি চাই!

সবকিছু ছারখার!

কন্ঠ ছেড়ে বল্‌ আমাদের

যুদ্ধ চাইনা আর।

পূর্ববর্তী নিবন্ধপিঙ্গল রঙা আকাশ
পরবর্তী নিবন্ধরাসেল তোমার নাম