যুদ্ধের অভিযান মারজানা ইসলাম | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ একাত্তরের রক্তে মাখানো যুদ্ধের অভিযানে, হয়েছে স্বাধীন আমার বাংলা বিজয়ের গানে গানে। লাল সবুজের পতাকায় আছে লাখো মানুষের প্রাণ, স্বাধীনতা এনে এরাই দিয়েছে এ জাতির সম্মান।