যুক্তরাষ্ট্রে সেনেটে ঝুলন্ত অবস্থা হাউসে এগিয়ে রিপাবলিকানরা

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চকক্ষ সেনেটে এখন ঝুলন্ত অবস্থায়। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় দল সেনেটে ৪৮টি করে আসন পেয়েছে বলে নিশ্চিত করেছে সিএনএন। নিম্নকক্ষ পতিনিধি পরিষদে রিপাবলিকানরা এগিয়ে আছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এখনও সেনেটে ডেমোক্র্যাটিকরা ৪৮টি এবং রিপাবলিকানরা ৪৭টি আসন পেয়েছে বলে জানাচ্ছে। খবর বিডিনিউজের।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে সেনেটের ৩৫টি আসনে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে ভোট হয়েছে। তবে কিছু আসনে ভোট গ্রহণ এখনও চলছে। পাশাপাশি এদিন ৩৬টি রাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।

এ নির্বাচনের আগ পর্যন্ত সেনেটে দুই পক্ষের উভয়েরই ৫০টি করে আসন থাকলেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের কারণে উচ্চ এ কক্ষটির নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই ছিল। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ১৯৯টি আসনে জয় পেয়েছে বলে জানায় সিএনএন। বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১৭৮টি আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে দরকার ২১৮টি আসন।

গভর্নর নির্বাচনের প্রাপ্ত ফলাফলে রিপাবলিকানরা শুরুতে এগিয়ে থাকলেও ডেমোক্র্যাটরা এখন ব্যবধান কমিয়ে আনছে। প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের হাতছাড়া হয়ে গেলে মেয়াদের বাকি দুই বছর প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ডেমোক্র্যাটদের চাহিদা অনুযায়ী আইন পাসে বাধার মুখে পড়তে হবে তাকে।

তবে এ নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ‘লাল ঢেউ’ হওয়ার সম্ভাবনা ম্লান হয়ে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। নিম্নকক্ষের কিছু রিপাবলিকান প্রতিনিধি এবারের নির্বাচনে হেরে যেতে পারেন, এমন সম্ভাবনা থাকায় প্রতিনিধি পরিষদ দলটির নিয়ন্ত্রণে গেলেও তাদের এগিয়ে থাকার ব্যবধান খুব বেশি হবে না বলেও মনে করা হচ্ছে।

ইভিএম বিভ্রাট : নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য অ্যারিজোনায় বেশ কিছু ইলেকট্রনিক ভোট-কাউন্টিং মেশিনে (ইভিএম) সমস্যা দেখা দিয়েছিল, সেগুলোতে ব্যালটগুলো সঠিকভাবে সারিবদ্ধ ছিল না আর সেগুলো পড়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর ম্যারিকোপা কাউন্টির রেকর্ডার স্টিভেন রিচার সাংবাদিকদের জানান, অঙ্গরাজ্যটির সবচেয়ে জনবহুল কাউন্টির প্রায় ২০ শতাংশ ইলেকট্রনিক ভোট গণনা মেশিন ঠিকমতো কাজ করছে না, তাই সেগুলো ঠিক করার জন্য টেকনিশিয়ানদের কাজে লাগানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঋষির মন্ত্রিসভা থেকে গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধফারদিনের বান্ধবী আটক