যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

করোনাকালে প্রায় ৫ মাস যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে কাটিয়ে গত ২ সেপ্টেম্বর দেশে এসেছিলেন সাকিব। লক্ষ্য ছিল শ্রীলংকা সফরকে সামনে রেখে নিজের অনুীশলন সেরে নেওয়া। যেহেতু টাইগারদের শ্রীলংকা সফরকালে দ্বিতীয় টেস্টে তাকে মাঠে নামানোর চিন্তা ছিল বিসিবির। কারন এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। কিন্তু অনেক অপেক্ষার পর বাংলাদেশ দলের শ্রীলংকা সফর স্থগিত হয়ে গেছে। এরপরই জানা গেল সাকিবের যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত। আর সে সিদ্ধান্ত মোতাবেক আজ শুক্রবার ভোর রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব। এর আগে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরে নাজমুল আবেদীন ফাহিম এবং সালাউদ্দিনের অধীনে অনুশীলন করেছেন সাকিব বিকেএসপিতে। অবশ্য নিষেধাজ্ঞা শেষে সাকিবের ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে বিসিবির পরিকল্পিত কর্পোরেট টিটোয়েন্টি দিয়ে। তাছাড়া শ্রীলংকার ঘরোয়া টিটোয়েন্টি টুর্নামেন্ট এলপিএলের নিলামেও আছে তার নাম। তবে বিসিবি সভাপতি এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, এলপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হবে না বাংলাদেশের ক্রিকেটারদের। দেশেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তাদের। হয়তো তখন এসে আবার মাঠে নামবেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধপ্রায় সাত মাস পর ম্যাচ খেলতে নামছে টাইগাররা
পরবর্তী নিবন্ধমাঠে নামতে পারাটাই বড় স্বস্তির শাখাওয়াত রনির