প্রায় সাত মাস পর ম্যাচ খেলতে নামছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সবশেষ ম্যাচটি খেলেছিল ১৬ মার্চ। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচে ব্যাটেবলের লড়াইয়ে নেমেছিলেন তামিমমুশফিকরা। ঠিক তখন প্রাণঘাতী করোনাভাইরাস দেশজুড়ে প্রাদুর্ভাব ছড়াতে শুরু করলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ক্রিকেট। এভাবে কেটে গেছে ২শত দিন। আবার কবে ক্রিকেট ফিরবে সেই অপেক্ষায় এতগুলো দিন তারা প্রহর গুনছিল। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহরের অবসান হতে চলেছে। দিনের হিসেবে ঠিক ২শত দিন পরে আজ আবার ক্রিকেটে ফিরছেন টাইগাররা। হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে ২২ গজের লড়াইয়ে নামবেন হবেন তামিমমুমিনুলমুশফিকরা। যদিও ম্যাচটি প্রথম শ্রেণীর ক্রিকেটে স্বীকৃতি পাচ্ছে না। কিন্তু তাতে কী এসে যায়? করোনার রক্তচক্ষু উপেক্ষা করে ম্যাচে ফিরছেন এটাই বা কম কিসে? হোম অব ক্রিকেটে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। আর এই প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবেন শ্রীলংকা সফরের প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ ক্রিকেটার।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মিয়া স্মৃতি কারাতে প্রতিযোগিতা আজ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব