যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল পদ্ধতিতে সমস্যা রয়েছে : পুতিন

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেক্টোরাল পদ্ধতিতে কিছু সমস্যা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই মনে করছেন। একই সঙ্গে তিনি বলেছেন, পুরনো এই পদ্ধতি পরিবর্তন করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। রোশিয়া-১ টিভি চ্যানেলকে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, এটি স্পষ্ট-এটি বিশ্বের সকলের কাছেই স্পষ্ট। আমার কাছেও মনে হয়েছে যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল পদ্ধতিতে সমস্যা রয়েছে। খবর বাসসের।
পুতিন আরো বলেন, এর কিছুটা পরিবর্তন করার দরকার আছে কি নেই সেটি আমেরিকার বিষয়। আমেরিকার জনগণ যদি সন্তুষ্ট থাকে, ভালো। তিনি বলেন, যদি কোন প্রার্থী একটি রাজ্যে জয়ী হয় তবে তিনি সব’কটি ইলেক্টোরাল ভোট পাবেন। যেমন ধরুন সে রাজ্যে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। তিনি ১১টিতে জিতেছেন। কিন্তু পাবেন পুরো ২০টি। কিন্তু এর পেছনে ভোটের সংখ্যা অল্প। আমার দেখা মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম তিন বার ঘটেছে। বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন কোন প্রার্থী। কিন্তু তার পেছনে ভোটার ছিলেন অল্প। এটি কি গণতন্ত্র? পুতিন আরো বলেন, মার্কিন নির্বাচন মূল্যায়নের দায় আমেরিকানদের ওপরই বর্তায়।

পূর্ববর্তী নিবন্ধঅনেক চ্যালেঞ্জের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ
পরবর্তী নিবন্ধকোভিড টিকা : দরিদ্র দেশগুলোর জন্য উদ্বেগ মেরকেলের